Alhamdulillah Khub e Valo experience chilo amader... Honestly Hajj ar je kosto amra asole oi vabe bujhtei pari ni...Allah sob kisu khub sohoj kore diyechilen amader sobar jonno Alhamdulillah ...........
Mahafuz Vai every step e amader help & guide korechen ....Hotel, khabar ,transport Alhamdulillah sob khettrei Vai best try korechen...As Sunnah Hajj & Umrah kafela r jonno onek Valobasha thakbe sob shomoy ...
Mahafuz Vai apnar jonno onek doa kori Allah jeno apnak ar uttom protidan dan koren..Achara amra jara ak shathe Hajj e chilam sobai Alhamdulillah khub e helpfull chilen ...Sobai k Khub miss kori...Doa korben sobai sobar jonno...
Mirpur 1,South paikpara
২০২৩ সালের এই হজ কাফিলার সদস্য হতে পারাটা ছিল আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা।
আস-সুন্নাহ বা আপনার বিষয়ে বলতে হলে বলব যে অবশ্যই হাজিদের সবরকম সহায়তা করার জন্য আপনার সদিচ্ছার কোন কমতি ছিল না; তা সে জামারার দিনে দীর্ঘ পায়ে হাঁটা বয়স্কাদের সহায়তা করা হোক বা আরাফার দিনে সন্ধ্যায় মুজদালিফায় যাওয়ার সময় আমাদের একত্র করে যানবাহনের জন্য তৎপরতা হোক।
পুরো সময়টায় আপনার সবাইকে একসাথে service দেয়ার যে চেষ্টা তাও ছিল চমৎকার; বাসস্থান, খাবার, পরিবহন থেকে শুরু করে হজের মূল কাজগুলো দলবদ্ধ ভাবে পরিচালনা করা পর্যন্ত, আপনি নিশ্চিত করেছেন যে সবকিছু সঠিকভাবে যেন চলে।
শুধু তাই নয়, মদীনার বাসস্থানের বাড়তি খরচ যখন আপনি খুশি মনে নিজে গ্রহণ করলেন তখন প্রতিটি মানুষের প্রতি আপনার যে ব্যবসায়িক মানসিকতার বাইরে অন্য অনুভুতি তা স্পষ্ট হয়ে গেল।
এসব কিছুর মধ্যে একটি ঐক্যের অনুভূতি তৈরি হয়েছিল এবং আমরা আমাদের দলের মধ্যে একটি অন্য শক্তি উপলব্ধি করেছি - যা আমাদের হজের এ কঠিন কাজগুলো সহজ করে দিয়েছে।
আস্সালামুআলাইকুম মাহফুজ ভাই , আলহামদুলিল্লাহ সহিসালামতে দেশে ফিরেছি, আপনাকে আসলে ধন্যবাদ দেয়ার ভাষা নেই۔ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাইয়া۔ পুরা ট্রিপ টা মাশাআল্লাহ আমার দেখা, দি বেস্ট সো ফার এরেঞ্জমেন্ট۔ মাশাআল্লাহ নিখুঁত বলতে হবে۔ কোন দিক থেকে কোনো ত্রুটি ছিল না। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাইয়া ۔ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে ইনশাআল্লাহ আবার ও ট্যাগ হওয়ার ইচ্ছে পোষণ করি এবং ভবিষ্যতে কেউ যদি আমার কাছে রেফারেন্স হিসাবে ও চায় ইনশাআল্লাহ অবশ্যই আমি রেফার করবো আপনাকে।
তৌহিদুল হক প্রকল্প পরিচালক, গ্রিন সোলার এনার্জি
মাহফুজ ভাই আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আস-সুন্নাহ হজ্জ ও ওমরাহ কাফেলার জন্য অন্তর থেকে দোয়া ও ভালবাসা। দোয়া করি, আপনি আপনার হাজী দের প্রতি যতটা যত্নবান, মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে এর চেয়েও অনেক গুন বেশী আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, ইনশা’আল্লাহ!
Md Abdullah Al Faruq Ziad Halishahar, Chattogramকাফেলার প্রতিটা প্রিয় মুখ সত্যিই খুব মিস করছি।