Our Story

8 +

Years of Experience

আস-সুন্নাহ হজ্জ & উমরাহ কাফিলা​

আস-সুন্নাহ হজ্জ্ব ও উমরাহ কাফেলা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমতে আস-সুন্নাহ হজ্জ্ব ও উমরাহ কাফেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত । আমরা সকলেই জানি যে হজ্জ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি । যারা আর্থিক এবং শারীরিকভাবে জীবনে একবারের জন্য এটি সম্পাদন করতে সক্ষম, সে সমস্ত মুসলিমদের জন্য এটি ফরজ । তাই কুরআন ও সুন্নাহ মোতাবেক সঠিকভাবে হজ্জ্ব ও অন্যান্য ইবাদত করার মাধ্যমে হজ্জ্ব-ই মাবরুর অর্জনের এই সুযোগকে কাজে লাগাতে হবে , যার পুরস্কার জান্নাত, ইনশাআল্লাহ ।

আস-সুন্নাহ হজ্জ্ব ও উমরাহ কাফেলার উদ্দেশ্য শুধুমাত্র হজ্জ্ব পালনে বায়তুল্লাহর মেহমানদেরকে সহায়তা প্রদান করা নয় বরং ইসলামের কিছু মৌলিক বিষয় শেখার জন্য প্রশিক্ষণের উপর ফোকাস করা এবং আল্লাহর সম্মানিত অতিথিদের হজ্জ্ব সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দেয়া ।

হজ্জ্ব ছাড়াও, আস-সুন্নাহ হজ্জ্ব ও উমরাহ কাফেলা গ্রাহকদের পছন্দ অনুযায়ী সাশ্রয়ী মূল্যের মধ্যে বিভিন্ন উমরাহ প্যাকেজের ব্যবস্থা করে । আমাদের একটি সৌদি ভিত্তিক বাংলাদেশী দল আছে যারা আমাদের উমরাহ গ্রাহকদের সৌদি আরবে পৌঁছানোর পর সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিশেষে, প্রতি বছর আমাদের গ্রাহকদের ভালবাসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই । এটি আমাদেরকে হজ্জ্ব এবং উমরাহ বিষয়ে নানামুখী চ্যালেঞ্জ গুলো মকাবেলা করতে সাহস এবং উৎসাহ যোগায়। আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যে আস-সুন্নাহ হজ্জ্ব ও উমরাহ কাফেলা গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পেরেছে ।

আল্লাহ আমাদের এই সেবাকে কেবল আল্লাহর জন্য আন্তরিকভাবে সম্পাদন করার এবং ভুলগুলো কাটিয়ে উঠার জন্য সাহায্য করুন ।
Discover More

Journey with Purpose:
As Hajj and Umrah Excellence

Open chat
Scan the code
Hello 👋
Can we help you?