সৈয়দ মাহফুজুল হক, তিনি ব্যবস্থাপনার উপর স্নাতক ডিগ্রী নিয়ে ১৯৯৭ সালে একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালে গ্রামীণফোন এর মার্কেটিং বিভাগে যোগদান করেন। দীর্ঘ ১১ বছর গ্রামীণফোন এর কর্ম জীবন শেষে ২০১৬ সালের জুলাই মাসে স্বেচ্ছায় অবসর নিয়ে প্রতিষ্ঠা করেন আস-সুন্নাহ হজ & উমরাহ কাফেলা।
আল্লাহর ঘরের মেহমানদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সঠিক এবং যথোপযোক্তভাবে আমানতদারীর মাধ্যমে হজ ও উমরাহ পালনে সহায়তা করাই আস-সুন্নাহ হজ & উমরাহ কাফেলার উদ্দেশ্য এবং লক্ষ্য।
আস-সুন্নাহ হজ & উমরাহ কাফেলা গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতিগুলিকে আমানত হিসাবে দেখেন এবং তা বিশ্বস্ততার সাথে বজায় রাখেন এবং সর্বদা তাদের সাথে তাল মিলিয়ে চলার সর্বোত্তম চেষ্টা করেন এবংগ্রাহকদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য, আমরা আমাদের গ্রাহকদের প্রতি স্বচ্ছ এবং ন্যায্য হওয়ার চেষ্টা করি।
পরিশেষে, প্রতি বছর আমাদের গ্রাহকদের ভালবাসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এটি আমাদেরকে হজ এবং উমরাহ বিষয়ক নানামুখী চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করেছে এবং সর্বশক্তিমানের অশেষ কৃপায় খুব অল্প সময়ের মধ্যে আস-সুন্নত হজ & উমরাহ কাফিলার গ্রাহক সন্তুষ্টি পেতে সাহায্য করেছে।
আমাদের প্রাথনা আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের ত্রুটিগুলি কাটিয়ে উঠতে সাহায্য করুন।
Discover More
Journey with Purpose: As Hajj and Umrah Excellence