ইস্তিগফারের সর্বশ্রেষ্ঠ দু‘আগুলো [সহিহ হাদিস থেকে—(মোট এগারোটি)]
❑ ইস্তিগফার: [০১]আয়িশা (রা.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তিগফারটি অধিক মাত্রায় পড়তেন—.سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوبُ إِلَيْهِ.[সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি].অর্থ: আমি আল্লাহর…
মাহফুজ ভাই আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আস-সুন্নাহ হজ্জ ও ওমরাহ কাফেলার জন্য অন্তর থেকে দোয়া ও ভালবাসা। দোয়া করি, আপনি আপনার হাজী দের প্রতি যতটা যত্নবান, মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে এর চেয়েও অনেক গুন বেশী আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, ইনশা’আল্লাহ!
Md Abdullah Al Faruq Ziad Halishahar, Chattogramকাফেলার প্রতিটা প্রিয় মুখ সত্যিই খুব মিস করছি।